খবর

এক দিনেই ঢাকা ছেড়েছেন ১২ লাখ সিম ব্যবহারকারী

Featured Image

পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল মঙ্গলবার ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

আজ বুধবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার ১৮ এপ্রিল রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এদিন ঈদের আগে সরকারি দপ্তর ও অফিসগুলোতে শেষ কর্মদিবস ছিল।

তাই সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না। বিশেষ করে মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরেই থাকছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।