খবর

‘রেলের সম্পদ নষ্ট করা যাবে না’

Featured Image

নিউজ ডেস্ক:

রেল সেবার মানোন্নয়নে করণীয় ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ বিষয়ক অংশীজন সভা আয়োজন করে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ।

৩০ নভেম্বর বুধবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে এ সভা আয়োজন করা হয়।

এসময় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হাসান বলেন, রেলে আমূল পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। যাত্রী বাড়ার সঙ্গে সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, বিশেষ করে আচার-আচরণের দিক থেকে পরিবর্তন হতে হবে। যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ যাত্রীবেশে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে।

কালোবাজারিমুক্ত রেল উপহার দিতে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করা যাবে না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদের এগিয়ে আসতে হবে।

এসময় যাত্রী ও রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব অভিযোগ শুনেন। এবং সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।