খবর

‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ রূপরেখা দিচ্ছে বিএনপি

Featured Image

নিউজ ডেস্ক:

বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কার শুরু করবে যার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে তারা। ১৯ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক শিরোনামে রূপরেখা পাঠ শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করছেন। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। ৩টা ৬ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এরআগে, ২০১৭ সালের ১০ মে ভিশন-২০৩০ ঘোষণা করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ভিশনকে কেন্দ্র করে নতুন এই ‘রূপরেখা’ প্রস্তুত করা হয়েছে।

দলের চেয়ারপারসন শর্তবন্দি হয়ে গৃহে অন্তরীণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘নির্বাসনে’, মহাসচিব কারাগারে রেখে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা রাজনৈতিকভাবে কতটা কার্যকর হবে— তা নিয়ে উঠেছে প্রশ্ন।