খবর

‘ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে’ : রেজাউল করীম পীর চরমোনাই

Featured Image

নিউজ ডেস্ক:


চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর ধরে যারা ক্ষমতাসীন ছিল বা আছে তারা সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে বার বার ব্যর্থ হয়েছে।

যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বলেন, আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

উপস্থিত ওলামায়ে কিরামগণ সভাপতির নেতৃত্বে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার শপথ নেন এবং এসময় তারা দেশের সকল ওলামায়ে কিরামকে দেশ ও জাতির জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

মাহফিলের ৩য় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।