খবর

৫ আসনে ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি

Featured Image

নিউজ ডেস্ক:

১০ ডিসেম্বর ঢাকা বিভাগে বিএনপির সমাবেশে ৬এমপি সংসদ থেকে পদত্যাগ করেছে বলে ঘোষণা করেন।
এবারে এই ৬ আসনে ভোটগ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এই ৫ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) এই ৫ আসনে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।


রোববার (১৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি সচিব সংবাদ সম্মেলন করেন।

যে ৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে
(ক) একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের নির্বাচন।