খবর

২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৭

Featured Image

নিউজ ডেস্ক:

আবারও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০লাখ ৩৬হাজার ৭৭৭জনে। তবে গত ২৪ ঘন্টায় করোনায় করো মৃত্যু ঘটেনি। করোনাতে মোট মৃত্যু হয়েছে ২৯হাজার ৪৩৬ জন।

১০ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

দেশে প্রথম ৮মার্চ ২০২০ সালে ৩জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।