খবর

২০২২ সালে যে ফোনগুলো গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে

Featured Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : 

প্রতি বছরের মতোই ২০২২ বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে শেষ হতে চলছে। এ বছরে প্রযুক্তিপণ্য চলেছে বেশ আলোচনা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভ্রাট, নেটফ্লিক্সের একের পর এক সিদ্ধান্ত,টুইটার নিয়ে ইলন মাস্কের যত পরিকল্পনা।

সেই সাথে গুগল প্রতিবছরের মতো সবচেয়ে বেশি সার্চ হওয়া বিভিন্ন বিষয়ের তালিকা প্রকাশ করেছে। চলুন দেখে নেওয়া যাক ২০২২ সালে সবচেয়ে বেশি কোন স্মার্টফোনগুলোর ব্যাপারে গুগলে সার্চ করা হয়েছে -

  •  অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স
  •  অ্যাপল আইফোন ১৪ প্রো
  •  অ্যাপল আইফোন ১৩ প্রো ম্যাক্স
  •  স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪
  •  স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ৫জি
  •  গুগল পিক্সেল ৭ প্রো
  •  স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৫জি
  •  স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪
  •  আইকিউওও ৯টি ৫জি
  •  শাওমি ১২ প্রো