খবর

১-১৫ ডিসেম্বর সারাদেশে অভিযান চালাতে নির্দেশনা

Featured Image

নিউজ ডেস্ক:

১থেকে১৫ ডিসেম্বর সারাদেশে অভিযান চালাতে নির্দেশনা পুলিশ সদরদপ্তর। তবে এটি বিশেষ কোনো অভিযান নয় বলে জানায় পুলিশ সদরদপ্তর।

আসছে কয়েকটি জাতীয় দিবসকে কেন্দ্র করে এ অভিযান চালানো হবে এটি পুলিশের রুটিন ওয়ার্ক।
২৯ নভেম্বর মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে এই অভিযানের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তরের এক সূত্রে জানা যায়, ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে।
এ ছাড়াও মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান চালানো পুলিশ।
আদেশে পুলিশের সব ইউনিটের প্রধান ও জেলা পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে নির্দেশনা দেয়া হয়েছে।
আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধী লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাবে পুলিশ। এ ছাড়া অন্যান্য স্থানেও অভিযান চালানো হবে।
আরও নির্দেশনা দেয়া হয়েছে, জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য।