খবর

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কোটি টাকার গরমিল, মামলা প্রক্রিয়াধীন

Featured Image

নিউজ ডেস্ক:

পুরান ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুস সাত্তার ইউজার ফি এর দেড় কোটি টাকার হিসাব দিতে পারছেন না। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং শিগগিরই ডিজি অফিসের তত্ত্বাবধানে তদন্ত করবে তদন্ত কমিটি।

৩ ডিসেম্বর বিকেলে হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী এই তথ্য নিশ্চিত করেছেন।

জেনারেল কাজী মো. রশীদ-উন জানান, আব্দুস সাত্তারের হিসাব অনুযায়ী ইউজার ফ্রির দেড় কোটি টাকা গরমিল রয়েছে। জিডি অফিসের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত কমিটির কাজ শেষে বলা যাবে আসলে টাকার পরিমাণ কত। তবে আব্দুস সাত্তারের হিসাব অনুযায়ী দেড় কোটি টাকা গরমিল আছে।

এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে একটি মামলাও প্রক্রিয়াধীন আছে।

এদিকে হাসপাতালটির একটি সূত্র জানিয়েছে, কোটি টাকার হিসাব দিতে না পারায় নিজ অফিস কক্ষে আনসার পাহারায় রেখেছেন ক্যাশিয়ার আব্দুস সাত্তার।