খবর

সরকারের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি: মির্জা ফখরুল

Featured Image

নিউজ ডেস্ক: 

রাজশাহীতে শনিবার (৩ ডিসেম্বর) বিএনপি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অতীতের মতো এবারও ঢাকার সমাবেশ পল্টনেই হবে। কোনও অবস্থাতেই সরকারের পাতা ফাঁদে পা দিয়ে অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফখরুল বলেন, ‘কাটাছেঁড়া সংবিধানের আইন মেনে সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার বিএনপিকে ভয় পাচ্ছে। ভয় পায় নিরপেক্ষ নির্বাচন দিতে। কিন্তু দেশ ও দেশের মানুষকে রক্ষার পাশাপাশি সরকারের দুঃশাসন বন্ধ করা, নিত্য পণ্যের দাম কমিয়ে দেশকে স্থিতিশীল করা সর্বোপরি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

তারেক জিয়ার নির্দেশে বিএনপি যে আন্দোলন শুরু করেছে সেটি বানচালে সব ধরনের চেষ্টা করছে সরকার। এজন্য তারা করছে নানা কূটকৌশল।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত কয়েক বছরে বিএনপির ৬০০ নেতাকর্মী গুম করা হয়েছে। ৯ জনকে মৃত্যুদণ্ড আর ২৫ জনকে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার যখন দেখতে পাচ্ছে, দেশের মানুষ আর তাদের পছন্দ করছে না তখন সরকারের অধীনে পাতানো নির্বাচন করাতে চাচ্ছে।’

মির্জা ফখরুল সবাইকে আগামী ১০ ডিসেম্বর ঢাকার সম্মেলনকে সফল করতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। এবং বলেন, ‘বিএনপি আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাসহ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’