খবর

রোনালদোকে বেঞ্চে বসানোয় কোনো আক্ষেপ নেই পর্তুগাল কোচ ফার্নোন্দো সান্তোস

Featured Image

খেলাধুলা ডেস্ক:

সেরা প্রজন্ম নিয়েই কাতার বিশ্বকাপে এসেছিল পর্তুগাল। কিন্তু কোয়ার্টার ফাইনালেই ছিটকে পড়ে তারা।

এবারে কাতার বিশ্বকাপে ইতিহাস সবকিছুর সাথে যেন খেলার পূর্ব ইতিহাস ও পরিবর্তন হয়ে যাচ্ছে। বড় বড় দলগুলো সহজেই ঝড়ে যাচ্ছে বিশ্বকাপ থেকে। পর্তুগালকে ১-০গোলে হারিয়ে ইতিহাস তৈরী করেছে মরক্কো। অনেক ফুটবল বিশেষজ্ঞদের মতে, রোনালদোকে শুরুর একাদশে না খেলানোর মাশুলই দিয়েছে পর্তুগিজরা। তবে এ বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ করছেন না পর্তুগালের কোচ ফার্নোন্দো সান্তোস। তিনি দাবি করেন, তাদের সিদ্ধান্ত সঠিকই ছিল। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে সেরা একাদশে রাখা হয়নি। সেই ম্যাচে ৬-১ গোলের বড় জয় পেয়েছিল পর্তুগাল। তখন অবশ্য প্রায় ২০ মিনিটের মতো সময় খেলার সুযোগ পেয়েছিলেন রোনালদো।

গতকাল দল ১-০ গোলে পিছিয়ে থাকার পর ৫১ মিনিটে রোনালদোকে মাঠে নামান সান্তোস। কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়নি পর্তুগাল। তবে অনেকেই মনে করেন, রোনালদোকে সেরা একাদশে রাখলে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না পর্তুগালকে।

তাদের মন্তব্যের বিপরীতে গিয়ে সান্তোস বলেন, ‘আমার মনে হয় না কোনো ভুল করেছি, তাই কোনো আক্ষেপ নেই। এই দলটাই সুইজারল্যান্ডের বিপক্ষে খুব ভালো খেলেছে। রোনালদো অসাধারণ খেলোয়াড়। আমাদের যখন প্রয়োজন মনে হয়েছে তখনই তাকে নামিয়েছি, তাই কোনো আক্ষেপ নয়। ’

হারের পর টানেল দিয়ে কাঁদতে কাঁদতে লকার রুমের দিকে চলে যান রোনালদো। ক্যারিয়ারে অসংখ্য অর্জন আছে, কিন্তু বিশ্বকাপটা অধরাই থাকল তার। তাকে নিয়ে সান্তোস বলেন, ‘যদি দুইজনের কথা ধরি, তাহলে বলব আমি আর রোনালদোই এই হারে খুব হতাশ। তবে কোচ ও খেলোয়াড়দের কাজের অংশ এটা। ’