খবর

রাষ্ট্রপতি হতে যাওয়া সাহাবুদ্দিন জানান সব আল্লাহর ইচ্ছা

Featured Image

নিউজ ডেস্ক:

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মো. সাহাবুদ্দিন মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশনের কাছে রোববার (১২ ফেব্রুয়ারি) মনোনয়পত্র জমা দিয়েছেন তিনি।

এ সময় সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ‘সবকিছু আল্লাহর ইচ্ছা। এখন কোনো প্রতিক্রিয়া নেই। সব সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’

১২ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন। তাই নির্বাচন কমিশনে (ইসি) এ পদের জন্য আওয়ামী লীগের পক্ষে তার নাম জমা দেয়া হয়।

সাহাবুদ্দিন চুপ্পু অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনারও। ১৯৪৯ সালে পাবনায় জন্ম নেয়া চুপ্পু ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।