খবর

যশোরে মানসম্পন্ন স্টেডিয়াম করে দেবো: শেখ হাসিনা

Featured Image

যশোরে মানসম্পন্ন স্টেডিয়াম করে দেবো: শেখ হাসিনা


২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকালে যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি, যশোর স্টেডিয়াম জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। এই স্টেডিয়ামের সার্বিক উন্নয়নে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। এই স্টেডিয়ামকে মানসম্পন্ন করে দেবো। কারণ, আমরা খেলাধুলা চাই। প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি আমরা।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা, হাত তুলে ওয়াদা করেন।’


এ সময়ে যশোরবাসী দুই হাত তুলে প্রধানমন্ত্রীর সাথে ওয়াদা করেন। তা দেখে যশোরবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যশোরের স্টেডিয়ামে মিটিং করে গেলাম। এই স্টেডিয়াম জরাজীর্ণ-ঝুঁকিপূর্ণ। এই স্টেডিয়ামকে আমরা উন্নত করে দেবো। এই গ্যালারি ভেঙে নতুন আধুনিক ১১ স্তর-বিশিষ্ট গ্যালারি তৈরি করে দেবো।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-যুব সমাজের প্রতি লক্ষ্য করে বলেন, ‘খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং লেখাপড়া করতে হবে। করবে তো সবাই? মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক নেওয়া চলবে না, যেটা একজন মানুষের জীবন শেষ করে দেয়। জঙ্গিবাদ-সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে, কেউ তাতে লিপ্ত হতে পারবে না। ‘আমরা শান্তি চাই, উন্নতি চাই। যুবসমাজ আমাদের ভবিষ্যৎ, তারাই এদেশের ছেলে-মেয়ে। সবাই মিলে এই দেশকে গড়ে তুলতে হবে। এই দেশের উন্নতি করতে হবে, সেই কথা মনে রাখতে হবে।’

 

জেলা স্টেডিয়াম আধুনিক করার জন্য ইতোমধ্যেই ৩২ কোটি টাকা ব্যয় করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটা উন্নত হয়ে যাবে। প্রতেকটি জায়গায় আমি চাই, আমাদের দেশের মানুষের উন্নতি হোক।’