খবর

ম্যাচ হারার জন্য ইকুয়েডরকে ৭.৪ মিলিয়ন ডলার দিয়েছে কাতার

Featured Image

নিউজ ডেস্ক:

মরুর বুকে বিশ্বে প্রথমবারের মতো বসেছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর।তবে ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হতে না হতেই সামনে উঠে এসেছে কাতারের বিরুদ্ধে অভিযোগ।
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে উদ্বোধনী ম্যাচে হারার জন্য ঘুষ দিয়েছে কাতার। সম্প্রতি এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরেছে ক্রীড়া ভিত্তিক গণমাধ্যম মার্কা।

নিজ ঘরের মাঠে যদি বিশ্বকাপের আসর বসে, তাহলে কে না চায় সেই আসরটা স্মরণীয় করে রাখতে? ঠিক একই ভাবনা এবারে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কাতারের। ফিফা বিশ্বকাপে এবারের আসরের উদ্বোধনী ম্যাচটা জিতে আসরটিকে স্মরণীয় করে রাখতে উঠে-পড়ে লেগেছে কাতার। আর সেজন্যই নাকি ইকুয়েডরকে ঘুষও দিয়েছে তারা।


১৭ নভেম্বর বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার জন্য ইকুয়েডরের আটজন ফুটবলারকে আর্থিক ঘুষ দিয়েছে!

বিশ্বকাপ আয়োজক দেশটি ইকুয়েডরের আট ফুটবলারকে মোট প্রায় ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে বলে জানা যায়। যা বাংলাদেশি মুদ্রায় যা ৭৬ কোটি ৫ লাখ টাকারও বেশি।