খবর

ভালোবাসা দিবসের আগে কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

Featured Image

নিউজ ডেস্ক:

ভালোবাসা দিবসকে সামনে রেখে কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচিয়েছেন স্বামী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে
৪৮ বছর বয়সী নরমতি সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়।

 

নরমতি সারা ধেঙ্গা দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান। ওষুধ খাওয়া ও অন্যান্য কারণে দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার।
তাকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন চিকিৎসকরা।

 

গত দুই বছর ধরে ডায়ালাইসিসে ছিলেন তিনি। কিছু জটিলতার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে এবং তার স্বাস্থ্যেরও অবনতি হয়।
এ অবস্থায়ই দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। এ অবস্থায় নরমতি সারা ধেঙ্গার স্বামী রাম কুমার থাপা স্ত্রীকে তার কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার কিডনি প্রতিস্থাপন হয়। কিডনি প্রতিস্থাপনের পর দুজনেই এখন সুস্থ আছেন।