খবর

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে নতুন সাজে চট্টগ্রাম

Featured Image

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরী ও জেলার নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। নগরীকে নান্দনিক রূপ দিতে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ডিসেম্বর চট্টগ্রামে এসে ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

তাই দ্রুতই নগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামজুড়ে চলছে মাইকিং। দল বেঁধে লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লিফলেট, ব্যানার, তোরণ ও পোস্টারে চেয়ে গেছে পুরো চট্টগ্রাম নগরী। প্রস্তুত হয়েছে নৌকার আদলে জনসভার মঞ্চ।

দীর্ঘ ১০ বছর পর পলোগ্রাউন্ড মাঠে তিনি আবারও ভাষণ শেখ হাসিনা। সর্বশেষ ২০১২ সালের ২৮ মার্চ পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছরে ১২ অক্টোবর পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করেছিল বিএনপি। এই সমাবেশে বিপুল জনসমাগম হয়। তবে বিএনপির জনসভার চেয়ে বেশি লোক সমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ।