খবর

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই

Featured Image


আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ আজ রোববার মারা গেছেন। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এই তথ্য জানিয়েছে।


বিরল রোগ অ্যামিলোইডোসিসের সঙ্গে দীর্ঘ দিন লড়াইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার পরিবার পারভেজ মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

শারীরিক অসুস্থতা নিয়ে গত মে মাসের মাঝামাঝি সময়ে দুবাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। ভর্তির তিন সপ্তাহের মধ্যেই অসুস্থতা গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছিল তার।

সেনাশাসক পারভেজ মোশাররফের জন্ম ১১ আগস্ট ১৯৪৩ সালে, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে সরে দাড়ান।