খবর

দেশে ১৩ হাজার এইডস রোগীর সংখ্যা

Featured Image

স্বাস্থ্য ডেস্ক:

এইডস সারা বিশ্বে একটি পরিচিত রোগের নাম এবং এই রোগে পৃথিবীতে প্রায় সাড়ে চার কোটি মানুষ আক্রান্ত। এমনকি বাংলাদেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

বর্তমানে দেশে এইডস আক্রান্ত ও মৃত্যুর হার উর্ধ্বমুখী রয়েছে। বাংলাদেশে ১৩ হাজার রোগীর মধ্যে চিকিংসা নিচ্ছেন ৬ হাজার রোগী।

০১ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এইডস আক্রান্ত এবং মৃত্যুহার এখনো উর্ধ্বমুখী রয়েছে। কিন্তু এই রোগের ক্ষেত্রে দেশে স্বাস্থ্য সচেতনতা অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে এখন এইডস পরীক্ষা করা যাচ্ছে। এইডস আক্রান্ত গর্ভবর্তী নারীদের চিকিৎসা দেওয়া হলে প্রসূত শিশুর মধ্যে এ রোগ ছড়ানোর সম্ভাবনা ৮৫ শতাংশ কমানো সম্ভব। আর রক্তদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করা অবশ্যই জরুরি।