খবর

ত্বকের যত্নে ব্যবহার করুন মধু

Featured Image

লাইফস্টাইল ডেস্ক:

শুধুমাত্র শীতের সময়েই নয়, সারা বছর ত্বক সতেজ রাখতে হলে নিশ্চিন্তে মধু ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেই ত্বক সতেজ রাখতে মধু ব্যবহারের উপকারিতা ও ব্যবহার করার নিয়ম।

 
* মধুতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের মধ্যে থাকা ব্রণ ও ব্রণের দাগ কমাতে সাহায্য করে।
* ত্বক উজ্জল ও নরম করে মধু।
* মধু ব্যবহারে সহজেই ত্বকের বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর হবে।
* প্রাকৃতিকভাবে স্কিন ময়েশ্চারাইজ করতে মধু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।


ত্বকের যত্নে মধু ব্যবহার করার নিয়ম

# এক টেবিল চামচ টক দই ও আধা চা চামচ মধু মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন। ২-৪ মিনিট ম্যাসাজ করার পরে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
# ত্বকে সরাসরি মধু ব্যবহার করতে পারেন। মধু ব্যবহারের পরে টানটান হয়ে শুকিয়ে যাবার পরে ধুয়ে ফেলুন।
# সমপরিমাণ মধু ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে ম্যাসাজ করতে পারেন। কিছু সময় পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।
# ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল সাথে ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।