খবর

ঢাকা-কক্সবাজার এয়ার অ্যাস্ট্রা

Featured Image

নিউজ ডেস্ক:

সকল অপেক্ষার অবসান কাটিয়ে অবশেষে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করল দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এয়ার অ্যাস্ট্রার প্রথম ফ্লাইট 2A 441 সকাল ০৮ টায় শতভাগ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সংস্থাটির কর্মকর্তারা প্রথম ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন।

জানা যায়, আজ থেকে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২ টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। এ সংস্থাটি পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা থেকে কক্সবাজারের ওয়ান ওয়ে চার হাজার ৮০০ টাকা সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ে তিন হাজার ৬৯৫ টাকা সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ।