খবর

ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়েই চলছে

Featured Image

নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন যাবৎ দেশে ডেঙ্গু জ্বর বৃদ্ধি পেয়েছে। কোনভাবে ই ডেঙ্গুর প্রকোপ থামানো যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এবং নতুন করে ৭৬৭ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৫০ হাজার ছাড়াল ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা। আজ বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৪ জন এবং ঢাকার বাইরের ৩০৩ জন। আগের দিন মঙ্গলবারে হাসপাতালে ভর্তি হয়েছিল ৬৯২। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭২৯ জন।

তাদের মধ্যে ১ হাজার ৫২৮ জন ঢাকায় ও ১ হাজার ২০১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে চলতি মাসে ১২ হাজার ৭৩৫ জন হাসপাতালের ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২০৫ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।