খবর

ডিবি’র ফোনে ফারদিন হত্যার প্রতিবাদ সমাবেশ বন্ধ

Featured Image

নিউজ ডেস্ক: 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থী ফারদিন নূর পরশের ‘হত্যাকাণ্ডের তদন্তে উদ্ভূত বর্তমান পরিস্থিতি’ নিয়ে বুয়েট শহীদ মিনারে ব্রিফিং ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন। তবে ডিবির ফোনে স্থগিত করা হয়েছে সেই সমাবেশ। ১৫ ডিসেম্বর সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে আয়োজক শিক্ষার্থীরা সাংবাদিকদের এই তথ্য জানান।

তারা বলেন, ‌গতকাল রাত পৌনে ১০টার দিকে তারা সমাবেশের কাজ করছিলেন। এ সময় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ড. মিজানুর রহমান তাদের ফোন করে বলেন, ডিবির অফিস থেকে তাকে ফোন করা হয়েছে। তারা সমাবেশ অথবা প্রতিবাদ যা-ই করবেন তাদের স্বাধীনতা। তবে তারা যেন ফারদিনের আত্মহত্যার ব্যাপারে ডিবির সংগৃহীত প্রমাণাদি দেখে তারপর সিদ্ধান্ত নেন। এ জন্য তাদের ডিবি কার্যালয়ে যেতে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে তারাও ডিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

তারা আরও জানান, আজ মিন্টু রোডের ডিবির কার্যালয়ে যাবেন তারা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। তবে আয়োজক শিক্ষার্থীরা তাদের পরিচয় জানাতে রাজি হননি।