খবর

জেলেনস্কির সমালোচনা প্রত্যাখ্যান করলো: মেয়র ক্লিৎসকোর

Featured Image

আন্তর্জাতিক ডেস্ক:


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভাষণে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর সমালোচনা করে বলেন, মেয়র ও তার কর্মকর্তারা অসহায় মানুষদের সহায়তায় যথেষ্ট পদক্ষেপ নিতে পারেননি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন সমালোচনা প্রত্যাখ্যান করেছেন কিয়েভ মেয়র ভিতালি ক্লিৎসকো। সূত্র- আল জাজিরা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারনে রাজধানী কিয়েভের বিদ্যুৎ-ব্যবস্থায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন পার করছেন অনেক নাগরিক। এমন অবস্থায় ইউক্রেন হাজারো ‘সেবা কেন্দ্র’ স্থাপন করেছে। এসকল কেন্দ্রে স্থানীয় লোকজন পানি, উষ্ণতা, ইন্টারনেট ও মুঠোফোন সংযোগ সেবা পেয়ে থাকেন।

এ বিষয়টি সামনে তুলে ধরে মেয়র বলেন, অনেক কিয়েভ বাসিন্দা এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া তাদের জন্য খাবার, পানি, ব্যাটারি শক্তিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস মজুতে যে কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিল তা পর্যাপ্ত ছিল না।

ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমি চাই না রাজনৈতিক লড়াইয়ে নামতে। এটা হাস্যকর। ’

তিনি আরো বলেন, ‘এটিকে হালকাভাবে বলতে গেলে, আমদের আরও কাজ করা দরকার’

উল্লেখ্য, গত শনিবার প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অভিযোগ তুলে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় কর্তৃপক্ষ সব শহরে ভালো কাজ করতে পারেনি। বিশেষ করে কিয়েভ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এগুলোকে বিবেচনায় নিয়ে আরও বেশি কাজ করা প্রয়োজন।