খবর

কিয়েভে ফের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া

Featured Image

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন বাহিনীর উপরে রুশ হামলা বেড়েই চলছে। রাজধানী কিয়েভে ৩দফা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইউক্রেন জানায়, তারা ইরানের তৈরি কিছু সংখ্যক কামিকাজে ড্রোন ভূ-পাতিত করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের ১০টি কামিকাজে ড্রোন ধ্বংস করেছে। কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় জরুরি সার্ভিসের কর্মীরা মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

নগর প্রশাসনের পক্ষ থেক বলা হয়, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেহ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কিয়েভে এ বিস্ফোরণে খবর পাওয়া গেলো যখন কিয়েভের বন্ধু দেশগুলো যুদ্ধ প্রতিহত করার জন্য ইউক্রেনকে সহায়তা দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা