খবর

কাতার মাঠে অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়রা

Featured Image

খেলাধুলা ডেস্ক:

কাতার বিশ্বকাপে ব্রাজিল নিজেদের ইতিহাস ধরে রেখে এগিয়ে যাচ্ছে। টানা দুই ম্যাচ জয়ের ফলে আসরের ২য় দল হিসেবে পৌছে গেছে শেষ ষোলেতে। যদিও ফুটবল তারকা নেইমারকে ছাড়াই খেলতে হচ্ছে ব্রাজিলদের। তবে কাতার স্টেডিয়াম যেন ব্রাজিলদের জন্য একটু অস্বস্তিকর জায়গা।

কাতার স্টেডিয়ামে শীতাতপ নিয়নন্ত্রন ব্যবহারের ফলে ব্রাজিলের কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন আন্তনি।

এর আগে ব্রাজিল দলে চলছিল ছোটখাটো ইনজুরি সমস্যা। এবারে সংবাদ আসে কয়েকজন খেলোয়াড় অসুস্থ।

এ বিষয়ে আন্তনি বলেন, কাতার স্টেডিয়ামেরর শীতাতপ এর কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। আমি এখন সুস্থ অনুভব করছি এবং অনেকেই এখনও অসুস্থ রয়েছেন।

শীতাতপ এর কারনে গলায় সমস্যা হচ্ছিল। শুধু আমি না, অন্য খেলোয়াড়দেরও কাশি ও বাজে ধরনের গলার সমস্যা হচ্ছিল। দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যখনই দরকার হবে, আমি আছি।