খবর

কাতার বিশ্বকাপে কারা কত টাকা পাচ্ছে?

Featured Image

খেলাধুলা ডেস্ক:

কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল প্রায় শেষের দিকে চলে আসছে। ৩২ দলের উপস্থিতিতে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। এবারে ৩২ দল থেকে আছে মাত্র ৪ দল। ১৮ ডিসেম্বর ফাইনালের পর্দা নামবে।

কাতারের ফুটবল বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে। ৩২ দলের টুর্নামেন্টে টিকে আছে মাত্র ৪ দল। খেলাও বাকি ৪টিই। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২৮ দিনব্যাপী এ ফুটবল মহাযজ্ঞের।

এবারের কাতার বিশ্বকাপে অনেক নতুন নতুন সংযোজন দেখেছে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শুরুর আগে প্রাইজমানির বিষয়টি জানিয়ে দিয়েছে ফিফা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্যমতে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকবে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি গত বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই।

আগামীকাল রাতে সেমির লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একদিন বাদেই ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের সবাইকে চমক দেখানো দল মরক্কো।

কারা কত পাচ্ছে-
চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ইউএস ডলার।
রানার্স-আপ: ৩০ মিলিয়ন ইউএস ডলার।
৩য় স্থান: ২৭ মিলিয়ন ইউএস ডলার।
৪র্থ স্থান: ২৫ মিলিয়ন ইউএস ডলার।
৫ম-৮ম স্থান: ১৭ মিলিয়ন ইউএস ডলার।
৯ম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন ইউএস ডলার।
১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন ইউএস ডলার।