খবর

এবারে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি

Featured Image

নিউজ ডেস্ক:

বিএনপির ঢাকা বিভাগে ১০ ডিসেম্বর সমাবেশ স্থান নিয়ে বেশ কয়েকদিন যাবৎ উত্তপ্ত রাজনীতি। ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরী হওয়া রণক্ষেত্র নিয়ে থমথমে ঢাকা সিটি। বিএনপি চাচ্ছে তাদের সমাবেশ নয়াপল্টন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে তবে সরকার ও পুলিশ বলছে সোহরাওয়ার্দী মাঠে সমাবেশ করতে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ রাজধানীর সায়েদাবাদ গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে।

আজ (শুক্রবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে দেখা করে ডিবি কার্যালয়ের সামনে তারা এ কথা জানান।

বিএনপির এই দুই নেতা আরও জানান, ডিএমপির পক্ষ থেকে দলের আবেদনের প্রেক্ষিতে সায়েদাবাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

ডা. জাহিদ বলেন, আমরা চেয়েছিলাম কমলাপুর স্টেডিয়াম সমাবেশ করতে, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না।
এরপরে পুলিশের কাছে আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা অনুমতি দিয়েছে।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে বলেন, আমরা এটি আইনগতভাবে মোকাবিলা করব। আমাদের সমাবেশ গোলাপবাগ হবে। পুলিশ আশ্বস্ত করেছে তারা সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করবে।

এ বিষয়ে ডিএমপি গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ জানান, বিএনপির প্রস্তাবিত দাবির প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন জানান, শনিবার বেলা ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।