খবর

ই-অরেঞ্জের ৪২ গ্রাহকের টাকা ফেরত দিতে রুল

Featured Image

নিউজ ডেস্ক :

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে ৪২ গ্রাহকের দেওয়া ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

৪২ গ্রাহকের পক্ষে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু সাদাত মো. সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, বাংলাদেশ ব্যংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশের মহাপরিদর্শক, এসএলএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক, ই- অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, বিথী আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমান উল্লাহ চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহক মো. আল আমিনসহ ৪২ জন গ্রাহক ২০২১ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য এসব টাকা পরিশোধ করে। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন। আইনজীবী সায়েম আলী পাঠান জানান, এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।