খবর

আর্জেন্টাইন কিংবদন্তী মৃত্যুর ২ বছর

Featured Image

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন কিংবদন্তী ম্যারাডোনা এবারে বিশ্বকাপে উল্লাস ছড়াতে পারবেনা, মাত্র ২দিন পরে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার ২য় মৃত্যুবার্ষিকী। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেনা এই বিশ্বকাপ জয়ী। মেসির গোলের পরে গ্যালারিতে বসে উল্লাস করতে পারবেনা তিনি। ফুটবল প্রেমীরা মিস করবে ম্যারাডোনার সেই উল্লাসের ধ্বনি।

প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে মেসিরা কি খুঁজবে কিংবদন্তী সেই ম্যারাডোনাকে। হ্যাঁ, না থেকেও গ্যালারিতে আর্জেন্টাইন মেসিদের ছায়াসঙ্গী হয়ে থাকবেন কিংবদন্তী ম্যারাডোনা। ম্যারাডোনা আছে এবং থাকবে এমনই বিশ্বাস করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বিশ্বাস করেন কাতার বিশ্বকাপেও ম্যারাডোনা থাকবেন।

ফুটবল বিশ্বকাপ সংস্থা ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন ম্যারাডোনা তাদের সঙ্গেই আছেন, ‘গ্যালারিতে তাকে না দেখাটা অদ্ভুত অনুভূতি হবে। তাকে দেখে দর্শকদের উন্মাদনাও আর দেখা যাবে না। আসলে ম্যারাডোনার না থাকায় অনেকটাই অন্যরকম লাগবে। তবে আর্জেন্টিনাকে তিনি ভালোবাসতেন। তিনি সব সময়ই দলের পাশে থেকেছেন। যেখানেই থাকুক না কেন, তিনি দলের সাথেই থাকবেন। ’