খবর

আদালতের নির্দেশনায় বাড়ানো হলো ২৪ ধরনের ওষুধের দাম

Featured Image

নিউজ ডেস্ক:


লিবরা ইনফিউশন লিমিটেড তাদের কয়েক ধরনের ওষুধের দাম বাড়াতে হাইকোর্টে আবেদন করেছিল। অবশেষে আদালতের নির্দেশনায় লিবরা ইনফিউশন ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
প্রতিষ্ঠানটি জানায় প্রকারভেদে ৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

২২ নভেম্বর মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আশরাফ হোসেন এসব তথ্য জানান।


আদালতের নির্দেশনা অনুযায়ী ২০ নভেম্বর রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওষুধের দাম নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওষুধের দাম বাড়ানো সিদ্ধান্ত হয়।


অনুষ্ঠিত সভা থেকে জানানো হয়— বর্তমানে দেশে ডলার সংকট, কাঁচামালের দাম বাড়ার কারণে নিজেদের ওষুধের দাম বৃদ্ধি বিবেচনা করে এ দাম সমন্বয় করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদফতর সূত্রে জানা যায়, লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের দাম প্রকারভেদে ৫ শতাংশ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে।
উচ্চ আদালতের ওষুধের দাম বিবেচনা করার নির্দেশনায় ‘নাম মাত্র’ মূল্য বাড়ানো হয়েছে। বাংলাদেশে এসব ওষুধ আর কেউ উৎপাদন করে না।

যেসকল ওষুধের দাম বাড়ানো হলো:-

  • লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম ৬১ থেকে বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে।
  • ১০০০ মিলির দাম ৮৮ থেকে বাড়িয়ে ৯৮ টাকা করা হয়েছে।
  • ২০০০ মিলির ১১৩ থেকে বাড়িয়ে ১২২ টাকা করা হয়েছে।

 

  • ৫০০ মিলির হাটসম্যান সলিউশন ৭৭ থেকে বাড়িয়ে ৮২ টাকা,
  • ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা,
  • ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা,
  • ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা,
  • দশমিক শূন্য ৯ শতাংশ (.০৯) সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা,
  • তা এখন ৬৬ টাকা, ৭৪ টাকার সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা,
  • ৮৯ টাকার সোডিয়াম ক্লোরাইড ১০০ টাকা,
  • ১০২ টাকার সোডিয়াম ক্লোরাইড ১১৫ টাকা,
  • ১০ শতাংশের ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা করা হয়েছে।

 

  • ৯৮ টাকার ডেক্সট্রোজ ১০৫ টাকা,
  • ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা,
  • ৯৩ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ১০৭ টাকা,
  • ৬৬ টাকার ২৫ডেক্সট্রোজ ৭৫ টাকা,
  • ৭৮ টাকার ২৫ডেক্সট্রোজ ৮২ টাকা,
  • ৯৩ টাকার ৫ % ডেক্সট্রোজ ১০৫ টাকা,
  • ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা,
  • ৭৮ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৮৫ টাকা,
  • ৮৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৯০ টাকা,
  • ৭৮ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৮২ টাকা,
  • ৯৩ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ১০০ টাকা করা হয়েছে।