খবর

৬০ বছরে নতুন করে আসছে নোকিয়া

Featured Image

প্রযুক্তি ডেস্ক:

বিশ্বে সারা জাগানো প্রতিষ্ঠান ছিল নোকিয়া। এবারে ৬০ বছর পরে তাদের লোগো পরিবর্তন করে নতুন ব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোকিয়া।

রোববার প্রতিষ্ঠানটি নোকিয়ার নতুন লোগো প্রকাশ করে। নতুন লোগোতে ইংরেজিতে নোকিয়া লিখতে পূর্বের রঙ বাদ দিয়ে নতুন রঙ ও ৫ টি পৃথক আকৃতি ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পেকা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, 'আমরা এতদিন শুধু স্মার্টফোন নিয়েই কাজ করেছি। এখন আমরা প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান।'

প্রতিষ্ঠানটি এতদিন শুধুমাত্র স্মার্টফোন নিয়েই কাজ করেছে। এবারে অন্যান্য প্রযুক্তি সরঞ্জামের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য টেলিকম কোম্পানির কাছে নিজেদের সরঞ্জাম বিক্রি করে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।


২০২০ সালে এসে প্রযুক্তি মার্কেট থেকে পিছিয়ে পড়ে নোকিয়া।

লুন্ডমার্ক শীর্ষ পদে দায়িত্ব নেয়ার পরে ৩ ধাপে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে। তা হলো- নতুন করে শুরু করা, ব্যবসার গতি বাড়ানো এবং আকার বড় করা।

লুন্ডমার্ক বলেন, 'আমরা গত বছর বেশ ভালো করেছি। ব্যবসা বেড়েছে প্রায় ২১ শতাংশ, যা আমাদের বিক্রয়ের প্রায় ৮ শতাংশ অর্থাৎ মোটামুটিভাবে ২ বিলিয়ন ইউরোর বেশি। যত শিগগির সম্ভব এটিকে আমরা দশকের ঘরে নিয়ে যেতে চাই।'