খবর

হ্যাকার থেকে বাঁচতে ক্রোম ব্রাউজারের নতুন আপডেট

Featured Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

প্রতিদিনই আপডেট হচ্ছে প্রযুক্তি পাশাপাশি হ্যাকাররাও নতুন পথ বের করে নিচ্ছেন প্রতারণা করার। বিভিন্নভাবে ব্যবহারকারীদের থেকে হাতিয়ে নিচ্ছেন ব্যক্তিগত তথ্য। এই তথ্যগুলো আবার বিক্রি করছে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তবে গুগলের ক্রোম ব্রাউজার থেকে আপনি সহজেই আপনার তথ্য গুলো ইনক্রাইপট করে রাখতে পারেন। ফলে হ্যাকার আপনার তথ্যগুলো দেখতে পাবেনা। এটি হ্যাকার ও ম্যালওয়্যার থেকে আপনার ডিভাইস রক্ষা করবে।

গুগল ক্রোমের এই ফিচারটির নাম দেয়া হয়েছে সেফ ব্রাউজিং মোড। এটি ফিচারটি বিপজ্জনক লিংক বা ইউআরএল থেকে আপনাকে রক্ষা করবে এবং বিপজ্জনক লিংক থাকলে আপনাকে ওয়ারনিং দিবে।


চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফিচারটি চালু করবেন-

>> আপনার মোবাইল বা কম্পিউটার বা যেকোন ডিভাইস থেকে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করুন।
>> এবারে ডান কোণে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করে সেটিংস অপশনটি ক্লিক করুন।
>> সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটি ক্লিক করলে তিনটি বিকল্প দেখতে পাবভেন- নো প্রোটেকশন, স্ট্যান্ডার্ড প্রোটেকশন এবং এনহ্যান্সট প্রোটেকশন।
>> এক্ষেত্রে ব্যবহারকারীকে এনহ্যান্সট প্রোটেকশন অপশনটি বেছে নিতে হবে।


এবারে সেইফ মোডে ব্যবহার করুন ক্রোম ব্রাউজার।