খবর

যাদবপুরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল ১১ কেজি ৩৯০ গ্রাম সোনা

Featured Image

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের কলাবাগান সীমান্ত থেকে মাটিচাপা দিয়ে রাখা অবস্থায় ৮৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার করা স্বর্নের বারের ওজন ১১ কেজি ৩৯০ গ্রাম।

মঙ্গলবার রাতে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ জানান, বিজিবি জানতে পারে যাদবপুর গ্রামের একটি কলাবাগানে সোনার বার মাটিতে পুঁতে রাখা আছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পুঁতে রাখা ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়।

এই সোনার আনুমানিক বাজার মূল্যে ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। সুযোগ বুঝে এগুলো ভারতে পাচার করার জন্য পুঁতে রাখা হয়েছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবির এই কর্মকর্তা।