
ভয়াবহ ভূমিকম্পে ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক:
ইতালিতে ভয়াবহ ভূমিধসে শিশু ও নবজাতকসহ ৭ জন নিহতের পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভারী বর্ষণজনিত এই ভূমিধসে নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত ৫ জন। ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পর গত শনিবার ইতালির ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, ভোর ৩টার দিকে তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান। এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় আবারও ভূমিধসের ঘটনা ঘটে।
শনিবারের ওই ভূমিধসের পর থেকেই কমপক্ষে ১৩ জন নিখোঁজ ছিলেন। রবিবার তাদের মধ্যে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেন, পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’।
উপদ্রুত এলাকার বাসিন্দাদের জন্য ২০ লাখ ইউরোর ত্রাণ তহবিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই এর প্রথম কিস্তি ছাড়ের কথা জানিয়েছেন নেলো মুসুমেসি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!