খবর

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন ২ লাখ ৪০ হাজার

Featured Image

ক্যারিয়ার ডেস্ক:

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ সংস্থাটি রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের একতা কনসোর্টিয়ামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর পদে ২লাখ ২০হাজার-২লাখ ৪০হাজার টাকা (আলোচনা সাপেক্ষে) মাসিক বেতনে ১জনকে নিয়োগ দেয়া হবে। ডেভেলপমেন্ট/সোশ্যাল স্টাডিজ/ ম্যানেজমেন্ট/ হিউম্যানিটারিয়ান স্টাডিজ/সোস্যাল স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকাসহ জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় হিউম্যানিটারিয়ান প্রোগ্রামে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৫ বছর ম্যানেজারিয়াল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও রোহিঙ্গা প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ওয়াস, প্রটেকশন, লাইভলিহুড, ডিআরআর, সোশ্যাল কোহেশন ইন ক্যাম্প বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন rafiq_islam@caritasbd.org আবেদন করতে সমস্যা হলে এই anita@caritasbd.org ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন করা যাবে: ২৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।