খবর

প্রাক্তনী বিসিটিআই সংসদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Featured Image

বিনোদন ডেস্ক:

রবিবার ২০ নভেম্বর অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) প্রাক্তনী সংসদের নির্বাচন।
বিসিটিআইয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আতিকুর রহমান অভি ও বিনা প্রতিদ্বন্ধিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজন কান্তি তালুকদার।

সহ-সভাপতি আরজুমান্দ আরা বকুল, অসীম কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিতোষ কান্তি, দপ্তর সম্পাদক খায়রুন নাহার কৃপা, কোষাধ্যক্ষ আদনান কবির, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো: মাহবুবুর রহমান গাজী, শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি সম্পাদক মো. রাসেল রানা দোজা।

আয়োজিত অনুষ্ঠানে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন: চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক মো: রোমান কবির।

অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে ৫ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন: মো. ফিরোজ রহমান, মো. মনিরুল ইসলাম, মো. হুমায়ূন কবির, দিবাকর চন্দ্র দে, শহিদুল আলম।

বিসিটিআইয়ের প্রাক্তনী সংসদের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রাক্তনী সংসদের সদস্য, চলচ্চিত্র নির্মাতা জুয়েইরিযাহ মউ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন নির্মাতা শরীফ রেজা মাহমুদ (স্বজন মাঝি) ও রুদ্র কাউসার।

তথ্য মন্ত্রণালয়ের অধিকৃত চলচ্চিত্রের বৃহৎ প্রতিষ্ঠান বিসিটিআই। ‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় নবতরঙ্গ’-এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। দুই বছর পর পর বিসিটিআই প্রাক্তনী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।