খবর

পল্লবী স্টেশনে প্রথমবারের মতো থামল মেট্রোরেল

Featured Image

নিউজ ডেস্ক :

উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন মেট্রোরেল এবারে পল্লবী স্টেশনে বিরতি দিয়ে যাত্রী পরিবহন শুরু করেছে। আজ ২৫ জানুয়ারি সকাল ৮টা ৩৪ মিনেটে প্রথমবার পল্লবী স্টেশনে থামে এবং যাত্রী নিয়ে মাত্র ৩০ সেকেন্ড পরেই আগারগাঁও এর উদ্দেশ্যে চলে যায়।

সকাল ৮টার আগেই মেট্রোরেল স্টেশনের তিনটি দরজা খুলে দেওয়া হয়। এ সময় পল্লবী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা মেট্রোরেলের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানান।


স্টেশন কন্ট্রোলার মাসুদ রানা জুয়েল জানান, ‘সকাল ৮টা ৩৪ মিনিটে উত্তরা স্টেশন থেকে আমাদের স্টেশনে আসে ট্রেন। ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর যাত্রী নিয়ে আগারগাঁও স্টেশনের দিকে যাত্রা করেছে।’


মিরপুরের পল্লবী স্টেশনে দেখা যায়, স্টেশনে তেমন কোনও ভিড় নেই। স্টেশনের দুই অংশের ছয়টি টিকিট বিক্রয় মেশিনের একটি বন্ধ দেখা যায়।


মেশিনের মধ্যে খুচরা টাকা না থাকার কারণে টিকিট সংগ্রহ করা যাচ্ছে না তাই অনেককেই দেখা যায় কাউন্টারে আসতে।

টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধের বিষয়ে জিজ্ঞেস করা হলে মেট্রোরেলের পরিচালনাকারী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (পরিচলন) ইফতেখার হোসাইন বলেন, ‘মেশিনগুলো নতুন। ব্যবহারকারীরা পুরনো টাকা দেওয়ায় মেশিন অকার্যকর হয়ে পড়ছে। এগুলো ঠিক হয়ে যাবে।’


কিন্তু দেখা যায়, সকালে যাত্রী প্রবেশের আগেই একটি টিকিট বিক্রয় মেশিন অকার্যকর।