খবর

নির্মাণাধীন পাঁচতারকা হোটেলে আগুন

Featured Image

নিউজ ডেস্ক: 

চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় নির্মাণাধীন পাঁচতারকা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০ নভেম্বর রোববার পৌনে ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দীর্ঘ এক ঘন্টা পরে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

দেশের বৃহৎ ব্যবসায়ী গ্রুপ মেরিডিয়ান চট্টগ্রাম মহানগরীতে পাঁচতারকা হোটেলটি নির্মাণ করছে। তবে গত দুই বছর ধরে এটি নির্মাণ কাজটি অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। হোটেল ভবনটিতে আগুন লাগার সাথে সাথে ধোঁয়ার কুন্ডলী অনেক উপরে ছড়িয়ে যায় ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় ভবনটির পাশে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের (বাওয়া স্কুল) বার্ষিক পরীক্ষা চলছিল। আগুন লাগার খবরে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা বাচ্চাদের খোজ নিতে পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল অভ্যন্তরে ঢুকে পড়ে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, মেরিডিয়ান গ্রুপের ভবনটিতে আগুন লেগেছিল এবং ৪টা ২৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৮টি ইউনিট কাজ করছিল। তবে এখন পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে বলা যাচ্ছে বলে জানান তিনি।