খবর

জাতীয় ইজতেমার চাপ রাজধানীতে

Featured Image

জাতীয় ইজতেমার চাপ রাজধানীতে


 বিশ্ব ইজতেমা দুই পর্বের প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (১৩ জানুয়ারি), ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই ইজতেমা। ২০-২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ইজতেমা।

ইজতেমা শুরু হবার পূর্বেই যানবাহনের চাপে বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।


যানজট কমাতে দুপুর থেকে আন্তঃজেলা যানবাহনগুলো মহাখালী থেকে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ।

শুধুমাত্র ইজতেমার কারনেই তীব্র যানজট সৃষ্টি হয়নি, গাজীপুর সড়কে এক লেন সচল থাকার বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চাপ কমাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

যানজটের কারণে সকাল থেকে বের হওয়া মানুষ ঘন্টার পরে ঘন্টা রাস্তায় পার করছেন।

এ প্রভাব ধীরে ধীরে রাজধানীতে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।




এদিকে রাজধানীর কমলাপুর থেকে নয়াপল্টন, মতিঝিল শাপলা চত্বর থেকে প্রেস ক্লাব, গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে রায়সাহেব বাজার এবং রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে। বিকল্প পথ হিসেবে ছোট রাস্তাগুলো ব্যবহার করায় সেগুলোতেও যানজট দেখা যাচ্ছে।




ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুজ্জামান জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশ ও বিদেশে থেকে হাজার হাজার মুসল্লি তুরাগ নদীর পাড়ে এসে হাজির হচ্ছেন। এর কারণে মূলত সড়কে চাপ বেড়েছে। গাজীপুরে সড়কে এক লেনে চলছে দুই লেনের গাড়ি। ফলে বিমানবন্দর এলাকা থেকে উত্তরার দিকে বা গাজীপুরের দিকে যানবাহন চলাচলে বাড়তি সময় লাগছে।