
কাপুরুষদের গুরুত্ব না দিতে, নেইমারকে উপদেশ রোনালদোর
খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপ ফুটবল আর নেইমার যেন একে অন্যের শত্রু হয়ে দাড়িয়েছে। বিশ্বকাপ শুরু হলেই ইনজুরিতে পড়ে যান ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন এই ফুটবলার। এরপর ২০১৮ বিশ্বকাপেও খেলেছেন ইনজুরি নিয়ে। সবশেষ চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফের পায়ের গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে দূরে রয়েছেন নেইমার।
গোড়ালির এই চোটের কারণে গ্রুপ পর্বে দেখা যাবে না ব্রাজিলের এই সুপারস্টারকে। নেইমারের এমন ঘোরতর দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন তার স্বদেশী বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিও। তিনি রোনালদোকে উপদেশ দিয়ে বলেন, কাপুরুষ-হিংসুকদের গুরুত্ব না দিতে।
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে সাহস জোগাতে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখেছেন স্ট্রাইকার রোনালদো।
সেখানে যেমনটা লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, আমার মতো বেশির ভাগ ব্রাজিলিয়ান তোমাকে ভালোবাসে। তোমার প্রতিভা তোমাকে এতটা উচ্চতায় নিয়ে গেছে বিশ্বের আনাচে-কানাচের মানুষ তোমাকে ভালোবাসে। এটারও কারণ আছে। যে খ্যাতি তুমি পেয়েছো যে উচ্চতায় তুমি উঠেছ, তাতে ঈর্ষা ও নেতিবাচক বিষয়গুলোর সঙ্গেও তো লড়তে হয়।’
বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার আরো বলেন, ‘তুমি যেভাবে উঠে এসেছ এবং যে মানের তারকা, তোমার চোটে পড়া উদ্যাপন করায় প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে, আমরা কতটা আধুনিক হতে পেরেছি? এ কেমন পৃথিবী? পরবর্তী প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি?’
হঠাৎ করে নেইমারকে নিয়ে কেন এমন বক্তব্য করলেন রোনালদো, সেটাও পরিস্কার করে তিনি বললেন, ‘এসব ধ্বংসাত্মক কথার বিরুদ্ধেই আমার এই চিঠি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো! গোলের ক্ষুধা আরও বাড়ুক।
মাঠ ও মাঠের বাইরে তুমি যেসব ভালো কাজ করো, সেসব মানুষের এমন ঈর্ষার চেয়ে অনেক গুণে ভালো। কখনো ভুলো না বিশ্ব ফুটবলে তুমি কোথায় আছ। ব্রাজিল তোমাকে ভালোবাসে! তোমার গোল, ড্রিবল, সাহসিকতা ও খেলায় আনন্দ দেখতে চায় ব্রাজিলের সত্যিকারের সমর্থকরা। কাপুরুষ ও হিংসুকদের এত গুরুত্ব দিও না। দেশের মানুষের ভালোবাসা উপভোগ করো। তুমি ঘুরে দাঁড়াবেই।’
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!