খবর

ওটিপি ছাড়া চলবে না হোয়াটঅ্যাপ!

Featured Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা বেড়েই চলছে। সম্প্রতি ওয়াবেটাইনফো ওয়েবসাইটে একটি রিপোর্টে প্রকাশ করা হয়, অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের ফোনে লেটেস্ট সাম্প্রতিকতম আপডেটে এই ফিচার পৌঁছেগেছে। এর ফলে কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করলে তা দ্রুত জানা যাবে।

নতুন এই সুরক্ষা ফিচার সর্বদা চালু হলে ওটিপি ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা সম্ভব হবে না। ফলে অনেকটাই কমে যাবে সাইবার প্রতারণার সংখ্যা।


বর্তমানে হোয়াটসঅ্যাপ কম্পিউটারে লগইন করার জন্য কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যায়। এবং এর মাধ্যমে একাধিক ডিভাইসে লগইন করা যায়। এবারে যে কোন ডিভাইসে লগইন করার সাথে সাথে ফোনে ওটিপি চলে যাবে। বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র বিটা টেস্টাররাই পাচ্ছেন।

বিটা টেস্টারদের মাধ্যমে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা সফল হলে এই ফিচারটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী পেয়ে যাবে।

মেসেজিং এই অ্যাপটি প্রায়ই আকর্ষনীয় ফিচার নিয়ে আসে। তার ধারাবাহিকতায় এই ফিচারটি আসতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে।