খবর

একগ্লাস পানি ২৮৩ টাকা, আধা লিটার বিয়ার ১হাজার ৫শত টাকা

Featured Image

আন্তর্জাতিক ডেস্ক:


কাতার বিশ্বকাপে আগত দর্শকদের জন্য এক গ্লাস পানি খেতে গুনতে হবে বাংলাদেশি টাকায় ২৮৩ টাকা যা কাতারি মুদ্রায় ১০ রিয়াল এবং ডলার হিসেবে ২.৭৫ ডলার। এটি অবাক মনে হলেও এটি ই সত্যি

মাত্র আধা লিটার বিয়ারের মূল্য বাংলাদেশী টাকায় ১৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ডলার হিসেবে ১৪ ডলার। যা গত রাশিয়া বিশ্বকাপের তুলনায় ২গুনের ও বেশি। রাশিয়া বিশ্বকাপে আধা লিটার বিয়ারের দাম নির্ধারণ করা হয়েছিল ৬ ডলার, বাংলাদেশী টাকায় ৬১৯ টাকা।

অবশ্য কাতার প্রথমে বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করেছিল কিন্তু আন্তর্জাতিক চাপে পড়ে সীমিত পরিসরে বিয়ার পানে অনুমতি দিয়েছে ইসলাম ধর্মালম্বী কাতার। তবে তার মূল্য বাড়িয়ে অ্যালকোহল গ্রহণে স্বাগতিকদের নিরুৎসাহিত করতে দাম বৃদ্ধি করে দেয়া হয়েছে ।

তবে অ্যালকোহলবিহীন একই পরিমাণ বিয়ারের দাম মাত্র ৩০ কাতারি রিয়াল বা আট দশমিক ২৪ ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৫০ টাকা।