খবর

এই ভুলে ৭ দিনের জন্য টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড!

Featured Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

মার্কিন ধনকুপ ইলন মাস্ক কেনার পর থেকে এক একটি নতুন সিদ্ধান্ত নিয়ে আসছেন। এবারে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়ে মাস্ক জানান, অসৎ উদ্দেশ্যে যদি আপনি কারও ব্যক্তিগত তথ্য টুইটারে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনও ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর, সেই ব্যক্তির সন্তানরা কোন স্কুলে পড়ে - এই ধরনের ব্যক্তিগত তথ্য টুইটারে প্রকাশ করলে টুইটার অ্যাকাউন্ট ৭ দিনের জন্য সাসপেন্ড করে দেয়া হবে।

ইলন মাস্ক আরো জানান, গত রাতে লস অ্যাঞ্জেলসে আমার গাড়িতে আমার ছেলে যাচ্ছিল। আমি ছিলাম না। তবে আমি আছি ভেবে একজন আমার গাড়ি ধাওয়া করে। একটা সময় আমার গাড়ি আটকে গাড়ির ছাদে উঠে পড়ে। অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বিষয়টি টুইটারের সঙ্গে সরাসরি যুক্ত। মাস্ক বলেন, টুইটারে এমন কিছু অ্যাকাউন্ট আছে যারা তার লাইভ লোকেশন ফলো করে। শুধু তাই নয়, তা টুইটারে পোস্টও করা হয়।

মাস্ক দাবি করেন, সেখান থেকে তথ্য পেয়েই তাঁর গাড়িটি ধাওয়া করা হয়েছিল। সেই কারণেই প্রতিটি ব্যবহারকারীর ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।